টাঙ্গাইল জেলার গোপালপুর সার্কেল অফিস সহ মধুপুর থানা, কালিহাতি, ঘাটাইল, ভূঞাপুর, ধনবাড়ি ও গোপালপুর থানা পরিদর্শন করেন সদ্য যোগদান কৃত টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। পরিদর্শন কালে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
এ সময় তিনি গোপালপুর সার্কেল অফিস সহ মধুপুর থানা, কালিহাতি, ঘাটাইল, ভূঞাপুর, ধনবাড়ি ও গোপালপুর থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যেদের দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।
তিনি সার্কেল অফিস ও থানায় কর্মরত সকল সদস্যদের সমস্যার কথা শুনে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপার গোপালপুর সার্কেল অফিস সহ মধুপুর, কালিহাতি, ঘাটাইল, ভূঞাপুর, ধনবাড়ি ও গোপালপুর থানার নারী-শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর রেজিস্টার সহ বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা এবং করণীয় সংক্রান্ত দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, থানার অফিসার ইনচার্জ, সার্কেল অফিস ও থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সগন উপস্থিত ছিলেন।