লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল আমিনকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রজনতা ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ।
চন্দ্রগঞ্জ মধ্য বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের করে যাত্রী ছাউনির পাশে এসে সমাবেশ করেন। এ সময় ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল আমিনের বিভিন্ন দূর্ণীতীর বর্ণনা দিয়ে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম অন্তর, সদস্য সচিব মুশফিকুর রহমান মিন্টু, যুগ্ন-আহবায়ক আব্দুল হান্নান, সাবেক ছাত্রনেতা তোফাজ্জল হোসেন সবুজ,জাকির হোসেন, শ্রমিক দল নেতা মোঃ রাজন, ছাত্রদল নেতা সুলতান ফারুক, চন্দ্রগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আবু হানিফ স্বপন, সদস্য সচিব জাবেদ হোসেন ও যুব দল নেতা হাজী আলম পাটোয়ারীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।