শুক্রবার (৮ মার্চ ২০২৪) সকাল সাড়ে ৯ টার সময় চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড তারাপুর দাড়িপাড়া গ্রামের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা ও শীতবস্ত বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
শিবগঞ্জ মনাকষা ইউনিয়নের তারাপুর দাড়িপাড়া গ্রামে রশিদ মাস্টারের পাঠশালা, রশিদ মাস্টার (৭৬) তিনি বলেন, নিজ বাড়িতে প্লে হতে তৃতীয় শ্রেণী শিক্ষার্থীদের নিজ অর্থ দিয়ে পড়াচ্ছি ও নিজ অর্থ দিয়ে পাঠশালা তৈরি করে ৩২ বছর হতে শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াচ্ছি, আমার খুব কষ্ট হয় যখন দেখি কোন ছেলে অর্থের অভাবে লেখাপড়া বন্ধ করে দিয়েছে। আমি নিজে তার কাছে গিয়ে অর্থ সহায়তা প্রাইভেট এরপর নিজের স্কুলে আসার জন্য অনুরোধ জানাই। এখনো সমাজে অনেক অবহেলিত সবিতা বঞ্চিত মানুষ রয়েছে যারা অর্থের কাছে হার মানছে প্রতিদিন কোন না কোন বিষয়ের উপর। এমত অবস্থায় কোন স্বেচ্ছাসেবী সংগঠন অথবা দাতা সংস্থার কাছ থেকে আর্থিক ভাবে সহায়তা পেলে আরও এগিয়ে যেতে পারবো।
এ সময় আব্দুর রশিদ মাস্টারের ছেলে এইচ এ সম্রাট তার বক্তব্যে বলেন, মানুষ চিরজীবন বাঁচে না, একদিন হয়তো আমার বাবাকেও বিদায় নিতে হবে তবে বাবার এই প্রতিষ্ঠিত বিদ্যালয় কি আবার অনুপস্থিতিতে আমি দায়িত্ব পালন করব। এবং তারই ধারাবাহিকতায় এখন চালিয়ে যাচ্ছি। সামনে আরো এগিয়ে যেতে চাই এর জন্য আমি সকলের দোয়া ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক মোঃ আব্দুল লতিফ এর সার্বিক তত্ত্বাবধানে ও বাস্তবায়নে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে কম্বল বিতরণ করেন, এতে শিক্ষার্থীরা অনেক আনন্দিত অনুভব করে , এই নিয়ে ওই এলাকায় চলছে আনন্দের মাতম।
১৮৭ নং নতুন চর তারাপুর, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাহাপাড়া পারভীন স্মরণী কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ সারওয়ার জাহান (সেরফান) তিনি বক্তব্যে বলেন আব্দুর রশিদ মাস্টারের এবং কর্মকান্ডে ভূয়াসি প্রশংসা করেন তিনি বলেন, আমাদের এলাকায় যখন স্বাক্ষরতা ছিল না তখন আমরা দেখি কলেজে পড়াকালীন সময় দেখতাম সাহাপাড়া বাজারে মাদ্রাসার বারান্দায় বসে তিনি বৃদ্ধা থেকে শুরু করে কচিকাচা বয়সের ছেলে মেয়েদের লেখাপড়া করান। তিনি আরও বলেন আব্দুর রশিদ মাস্টারের যথেষ্ট বয়স হয়েছে এই বয়সেও এখনো তার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন, সার্বিক ব্যবস্থাপনায়, বিভাগীয় সমন্বয়ক কমিটি, মোঃ আব্দুল লতিফ তিনি বক্তব্য রাখেন, এসময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।