শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নূর, সম্পাদক আলাউদ্দিন বিলাইছড়িতে বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত মধুপুরে নকল খাদ্য পণ্য তৈরির অপরাধে ১লক্ষধিক টাকা জরিমানা  মধুপুরে মিলছে না শিশু সুরক্ষা টিকা হতাশায় শিশুর অভিভাবক  হরিণ শিকার রোধ কল্পে সচেতনতা বিষয়ক আলোচনা সভা পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারী সরকার পালিয়ে যাওয়ার ঘটনা বিরল-মামুনুর রশিদ মামুন ডুমুরিয়ায় জলবায়ু সহনশীল মৎস্যচাষ ও মৎস্য ব্যবস্থাপনায় আগাম সতর্কবার্তা বিষয়ক সচেতনতা সভা মধুপুর সহ বিভিন্ন থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার ডুমুরিয়ায় ফুটবল খেলায় ট্রাইবেকারে  ডুমুরিয়া ইউনিয়ন কে পরাজিত করে রুদাঘ রা ইউনিয়ন চ্যাম্পিয়ন‌। মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

মিথ্যা সংবাদ সম্মেলন দাবী করে ব্যাবসায়ীর পাল্টা সংবাদ সম্মেলন।

রাজশাহী প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩০ Time View

রাজশাহীতে পোল্টি ব্যবসায়ী রাজু আহমেদ পাওনা টাকা তুলতে গেলে ছিনতাই ও মারধরের অভিযোগটি মিথ্যা ও বানোয়াট তুলে ধরে পাল্টা সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ী ফারুক হোসেন।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৫ টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে লিখিত বক্তব্য তুলে ধরে রাজু আহমেদের অভিযোগটি মিথ্যা বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, রাজু আহমেদ একজন কথিত সাংবাদিক। বিড়ালদহ এলাকায় সে ব্যবসায়ী পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ আত্মসাৎ করে। ব্যবসায়ী রাজু আহমেদ আমার থেকে ব্যবসার ৭০ হাজার টাকা পেতো। যা আমি তার ম্যানেজারকে পরিশোধ করে দিয়েছি। তবুও সে প্রতিনিয়ত সেই টাকার দাবি করতে থাকে ও ক্রোধের বসবতি হয়ে গত ১৩ অক্টোবর রাজশাহী আমচত্বর এলাকা থেকে সকাল আনুমানিক ৮ টার দিকে আমার মুরগি বোঝাই একটি নসিমন, ও গাড়ী চালকের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৪২ হাজার টাকা। এ ঘটনায় নগরীর শাহমখদুম থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে ও পুঠিয়া থানাকেও অবগত করা হয়েছে। 

তিনি আরো বলেন, ছিনতাই হওয়া সেই মুরগির গাড়ী ও মোবাইল ফেরত চাইলে সে তার সঙ্গী ও সাথীদের নিয়ে কাশিয়াডাঙ্গা মোড়ে আসে। সেখানে আমাদের মধ্যে কিছুটা বাকবিতন্ডা হয় কিন্তু এক পর্যায়ে তারই সঙ্গী ও সাথীদের ধস্তাধস্তিতে তার নাকে আঘাত লাগে ও সামান্য আঘাতগ্রস্থ হয় রাজু। সেই হাতাহাতির সাথে আমরা কেও জড়িত নয়। আমার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা এবং সেটির সাথে আমার কোনো যোগ সাজস নেই।

ব্যবসায়ী ফারুক বলেন, এ বিষয়ে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। দ্রুত এ ঘটনার তদন্ত করে সত্যটা উদঘাটনের অনুরোধ জানান ব্যবসায়ী ফারুক হোসেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পাওনা টাকা তুলতে গেলে ছিনতাই ও মারধরের অভিযোগ এনে ব্যবসায়ী ফারুক হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন পোল্টি ব্যবসায়ী রাজু আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102