শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে ২০২৫-২০২৬ সালের ইউনিয়ন আমীরের শপথ গ্রহণ ও ইউনিয়ন টিম গঠন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ শে ডিসেম্বর ২০২৪ বিকাল ৩ ঘটিকায় কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে। বুড়িগোয়ালিনী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী শ্যামনগর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্ম পরিষদের সদস্য মাওলানা আব্দুল মজিদ, নায়েবে আমীর মাওলানা মইনউদ্দিন আহমেদ,উপজেলা সাধারন সম্পাদক মাওলানা গোলাম মোস্তফা, কর্মপরিষদ সদস্যও ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন চেয়ারম্যান জনাব হাজী নজরুল ইসলাম, উপজেলা সহ সাধারন সম্পাদক মাওলানা মহাসিন আলম, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হামিদ এবং ইউনিয়ন টিমের সদস্য যথাক্রমে আব্দুল্লাহ আল মামুন,মুকুল হোসেন,মাওলানা আমিনুর রহমান,ডাঃ সরোয়ার হোসেন। শপথ গ্রহন অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়েত ইসলাম আমীর মাওলানা আব্দুর রহমান।