টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ী এলাকায় অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৪ডিসেম্বর) বিকেলে মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ী এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে এ অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় অবৈধভাবে ফসলি জমিতে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন, মধুপুর সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
জনস্বার্থে এমন অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান তিনি।