রাজনীতি

বিনয়, ভালোবাসা ও সেবার মাধ্যমে মানুষের মন জয় করবে জামায়াত

  মো. সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম ব্যুরোঃ ১৯ অক্টোবর ২০২৫ , ১০:৫৮:৪৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা নায়েবে আমীর আনোয়ারুল আলম চৌধুরী ,বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমাদের সাংগঠনিক প্রস্তুতি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। জনগণের হৃদয়ে স্থান করে নিতে হলে প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ অবস্থান থেকে জনগণের মাঝে পৌঁছাতে হবে। বিনয়, ভালোবাসা ও সেবার মাধ্যমে আমরা মানুষের মন জয় করবো।’ শনিবার (১৮ অক্টোবর) সকাল দশটায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া) সংসদীয় আসনে জামায়াতের দায়িত্বশীলদের নিয়ে এক নির্বাচনী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।লোহাগাড়া উপজেলার একটি একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে জামায়াত নেতা বলেন, ‘কঠোরতা বা উগ্রতা নয়, বরং নম্রতা, ধৈর্য ও সহানুভূতির মধ্য দিয়েই আমরা আমাদের বার্তা পৌঁছাবো। মানুষ এখন পরিবর্তন চায়। একটানা ব্যর্থ শাসনের পরিণতিতে তারা আজ দিশেহারা। এই পরিবর্তনের নেতৃত্ব আমরা দিতে চাই। তবে সেটি হতে হবে আদর্শ ও জনগণের ভালোবাসার ভিত্তিতে
’আনোয়ারুল আলম চৌধুরী
দাবি করেন, এ জাতির সামনে আজ যে নৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, তা থেকে মুক্তি পেতে হলে ইসলামি নেতৃত্বের বিকল্প নেই। আর সেই নেতৃত্বের যোগ্য বিকাশ ঘটাতে হলে জামায়াতের প্রত্যেক কর্মীকে হতে হবে আত্মত্যাগী, আদর্শিকভাবে দৃঢ় এবং জনসেবায় অগ্রণী। জামায়াত নেতা বলেন, ‘আমাদের কথা ও আচরণে দ্বীনের শালীনতা ও রাজনৈতিক প্রজ্ঞার ছাপ থাকতে হবে। এসময় বিভাজন বা অপপ্রচারে জড়ানোর সুযোগ নেই। আমাদের কর্মসূচি হতে হবে ইতিবাচক, গঠনমূলক এবং মানুষকে উদ্বুদ্ধকারী।’ মাওলানা আ.ক.ম হামিদুল হক পদুয়া ইউনিয়ন জামায়াতের আমিরের সভাপতিত্বে এ সমাবেশ সঞ্চালনা করেন পদুয়া ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা জমাত ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ. ন.ম নোমান।উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা জহির মুহাম্মদ শামসুদ্দিন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি শফিকুর রহমান। শ্রমিক কল্যাণ ফেডারেশনের লোহাগাড়া উপজেলার সেক্রেটারি মাওলানা মনির আহমদ। বাংলাদেশ
ইসলামি ছাত্রশিবির পদুয়া ইউনিয়ন সভাপতি, আব্দুল্লাহ মুহাম্মদ জায়েদ। এছাড়াও পদুয়া ইউনিয়ন শাখা ও ওয়ার্ডের দায়িত্বশীলগণ এবং পদুয়ার গুরুত্বপূর্ণ সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন।

আরও খবর