টাঙ্গাইলের মধুপুর উপজেলার মালাউড়িতে পিকআপ ভ্যান ও বহুল আলোচিত বিনিময় বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার ঘটনায় বিনিময় পরিবহনের ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার(২৮ নভেম্বর) দিবাগত রাতে সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমি ও মধুপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রাসেল আহমেদ পিপিএম এর নেতৃত্বে মধুপুর থানা পুলিশ ও ধনবাড়ী থানা পুলিশের যৌথ অভিযানে ধনবাড়ী উপজেলার চাতুটিয়া গ্রাম থেকে ড্রাইভার নজরুল ইসলাম (৩৫) ও হেলপার আঃ রশিদ (৪০)কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে পাঁচটার দিকে মধুপুর পৌরসভার মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পিক-আপ ভ্যান ও বিনিময় বাসের মুখোমুখি সংঘর্ষে পিক-আপ ভ্যানের ড্রাইভার ও হেলপার সহ চারজন নিহতের ঘটনা ঘটে।
এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পরপরই মধুপুরের ছাত্র সমাজ মহাসড়ক অবরোধ করে বিনিময় পরিবহনকে নিষিদ্ধ ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত রবিউল(অবিজল) এর ভাই দুলুমিয়া বাদী হয়ে মধুপুর থানায় একটি মামলা করেন। মামলার সুত্রধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে চৌকস পুলিশ অফিসার ফারহানা আফরোজ জেমি এর নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাতে ঘাতক বিনিময় পরিবহনের ড্রাইভার নজরুল ইসলাম ও হেলপার আঃ রশিদকে ধনবাড়ী উপজেলার চাতুটিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি বলেন, মধুপুর পৌরসভার মালাউরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বিনিময় বাসের সাথে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার সহ ৪জন নিহতের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, ঘটনার দিন মধুপুর থানায় নিহত অবিজলের ভাই দুদু মিয়া বাদী হয়ে একটি মামলা রুজূ করেন। মামলার পরহতেই তাদেকে গ্রেফতার করার জন্য আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই।