মাদকে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন” এই শ্লোগানকে সামনে রেখে শিবগঞ্জে ছাত্রদলের উদ্যোগে উদ্বোধন হয়ে গেলো শহীদ জিয়া স্মৃতি মিনি ক্রিকেট নাইট টুর্নামেন্ট । মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮ টায় শিবগঞ্জ উপজেলার রাজনগর হাঙ্গামী গ্রামে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জানিবুল ইসলাম জোসি খেলার উদ্বোধন করে। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃশামশুজ্জোহা বিদ্যুৎ,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার জাহান সুজন,ছাত্রদল নেতা ইমরান হোসেন জনি,সাব্বির আহমেদ,সবুজ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় মোট ৪টি দল অংশগ্রহন করে। দূর-দুরান্ত থেকে আসা খেলা প্রেমীদের উপস্থিতিতে খেলার মাঠ ছিল মুখরিত।