টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা থেকে পরিচালিত বহুল আলোচিত বিনিময় পরিবহন দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় ছাত্র সমাজের যৌক্তিক সংস্কারের দাবি মেনে চালুর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) মধুপুর উপজেলা হল রুমে দীর্ঘ সময় আলোচনা পর্যালোচনা শেষে মধুপুর ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার, মধুপুর ও ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ক্যাপ্টেন মাইদুল ইসলাম সহ মধুপুর ও ধনবাড়ী উপজেলার ছাত্র সমাজ এবং বাস মালিকদের সমন্বয়ে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
ছাত্র সমাজের সংস্কার মুলক দাবির মধ্যে রয়েছে, এখন থেকে বিনিময় পরিবহন চলবে যৌক্তিক সংস্কারের দাবি মেনে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
৩১ ডিসেম্বরের পরে বিনিময় পরিবহন নামে কোনো বাস থাকবে না। এছাড়া এখন থেকে ফিটনেসবিহীন গাড়ি এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো ড্রাইভার গাড়ি চালাতে পারবে না।