সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামীলীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে হয়রানী করছে স্থানীয় এক প্রভাবশালী নেতা। অন্যের জমি দখলে সহ নানান অভিযোগ পাওয়া গেছে এই নেতার বিরুদ্ধে । বিগত সময়ে সরকার দলকে কাজে লাগিয়ে হয়রানী সহ নানান সমস্যা সৃষ্টি করেছেন তিনি। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার চলছে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী মাঝপাড়া গ্রামের মৃত কদর আলীর ছেলে মোঃ ছায়েদ আলী, প্রবাসী রেজুয়ান আহমদ দুলাল সহ তাদের লোকদের উপর একে পর একের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেন একই গ্রামের মদরিছ মিয়ার ছেলে মোঃ আকিকুর রহমান কোরেশী। তিনি সরকার দলের লোক হওয়ায় প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে তাদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে। ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে জগন্নাথপুর থানা পুলিশ সমাধানের চেষ্টা করলে আকিকুর রহমান কোরেশী কাগজ পত্র নিয়ে থানায় আসে না বলে অভিযোগ রয়েছে। পাটলী মৌজার প্রায় তিন একর জায়গা আকিকুর রহমান কোরেশী জোর পূর্বক দখল করার চেষ্টা করছেন বলে অভিযোগে উল্লেখ করেন। এ নিয়ে সংবাদ মাধ্যমে বার বার নিউজ প্রকাশ হওয়ার পরও এখন পর্যন্ত কোন সমধান হয়নাই।
এ বিষয়ে মো. ছায়েদ আলী জানান, আকিকুর রহমান একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। বিগত সরকারের আমলে দলীয় প্রভাব দেখিয়ে আমি ও আমার প্রবাসী ভাইয়ের মত প্রবাসী মানুষদের হয়রানী করেন। তার মিথ্যা মামলায় আমরা ভাই দেশে এসে থানায় ও কোর্টে যেতে যেতে এখন ভয়ে আর দেশে আসতে চায় না। আমাদের ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী করতেছে। আমাদের বিরুদ্ধে দায়ের করা কয়েকটি মামলা ডিবি ও পিভিআই তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। আমরা বর্তমান সরকারের কাছে আবেদন করতেছি এই আওয়ামী লীগের নেতাকে আইনের আওতায় এনে বিচার করা হউক।
এ ব্যাপারে জানতে মোঃ আতিকুর রহমান কোরেশীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ বিষয়ে কোন বক্তব্য দিব না।