দিনাজপুরের বিরামপুরে বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মীজ নাজিয়া নওরীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহেরা সুলতানা, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকছেদ আলী, বিজিবি বিরামপুর বিশেষ ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান, বিজিবি ভাইগড় ক্যাম্পের কমান্ডার আব্দুল আজিজ, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, বন বিভাগের চরকাই রেঞ্জ কর্মকর্তা (অঃ দাঃ) খায়রুল আলম, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক শাহ্ আলম মন্ডল প্রমূখ।