চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় ২০১৮ সালে দায়ের করা একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে আসামি মফিজ উদ্দিন মুস্তাফিজকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মফিজ উদ্দিন মুস্তাফিজ শিবগঞ্জের আজমতপুর বাগিচাপাড়া গ্রামের মৃত হাসান আলী হুয়েনের ছেলে।
জানা যায়, মাদক মামলায় কিছুদিন কারাবাসের পর জামিন লাভ করেন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মুস্তাফিজ।পরে একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড বেশে ৬ বছর যাবৎ পলাতক ছিলেন। আদালতে তার অনুপস্থিতিতেই বিচারকার্য সম্পন্ন হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো ৬টি মামলা রয়েছে।শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন বলেন, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে শিবগঞ্জ থানা পুলিশ।মঙ্গলবার দুপুরে তাকে বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।