বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ বক্তব্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোর এনএস কলেজের ৯৪ ব্যাচের ৩০ বছর পূর্তি উৎসব উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) এনএস কলেজ চত্বরে আয়োজক কমিটির সভাপতি ডেপুটি রেজিস্ট্রার (ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া) জহুরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ও অডিট সুপার (ভূমি মন্ত্রণালয়) গোলাম সারোয়ার গিলবার্ট এর পরিচালনায় দিনব্যাপী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এনএস কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এনএস কলেজের শিক্ষক প্রফেসর শেখর কুমার সান্যাল (অব:), প্রফেসর মোঃ আশরাফ আলী খান (অব:) , প্রফেসর রঘুনাথ সরকার (অব:), প্রফেসর মঈনুদ্দিন আহমেদ ময়েন(অব:),প্রফেসর অলোক মৈত্র (অব:), দৈনিক যুগান্তর লালপুর প্রতিনিধি ও ৯৪ ব্যাচের ছাত্র মোঃ সাহীন ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান শাহীন, ইউসুফ হোসেন, মনিরুল ইসলাম, মোখলেছুর রহমান রাজু, ফয়জুল আলম অনু, আশরাফুল আলম পাভেল, মুকুল হোসেন, কুমকুম আরা, আযিরুন আজিমা আঁখি, লাইজু খাতুন, রুশিয়া বেগম, ছন্দা খাতুন প্রমূখ। উৎসবে উপস্থিত শিক্ষকদের ক্রেষ্ট দিয়ে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।