টাঙ্গাইলের মধুপুরে ৩ মাদকসেবী সহ মোট ৭জনকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। সহকারী পুলিশ সুপার, মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমির নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার(১৭ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ জন মাদকসেবী সহ মোট ৭ জনকে আটক করেছে মধুপুর থানা পুলিশ।
এদের মধ্যে ১জন এজাহার ভুক্ত আসামী মধুপুর জামালপুর রোডের খন্দকার হোসেন আলীর ছেলে খন্দকার নাজমুল হোসেন (৩৪), ওয়ারেন্ট ভুক্ত আসামি জলছত্র এলাকার মৃত তাজু শেখের ছেলে মোহাম্মদ শাহজাহান আলী সাজু, চাকন্ড গ্রামের মজিবুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন, পৌর শহরের ফকিরবাড়ী বয়েল মোড় এলাকার মাসুদ পারভেজের স্ত্রী রিনা পারভেজ। এছাড়া মাদক সেবনকালে গোপীনাথপুর গ্রামের মৃত নাজিম উদ্দীনের ছেলে শাহীন, একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহীন এবং গিয়াস উদ্দিনের ছেলে লিটন।
মধুপুর থানার (তদন্ত) অফিসার রাসেল আহমেদ পিপিএম জানান, সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমি এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে উল্লিখিত ৩ জন মাদক সেবন করে মাতলামী করার সময় পুলিশ তাদের আটক করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।
পরবর্তীতে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
তিনি আরও জানান, একই দিনে পৃথক মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৩ আসামী এবং নিয়মিত মামলার ১ আসামীকে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।