টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ি উপজেলার ইউনিয়ন পরিষদের মেম্বার ও মহিলা মেম্বারদের অপসারণ না করে বহাল রাখার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মধুপুর ও ধনবাড়ি উপজেলার ইউপি সদস্যদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচি শেষে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন এর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় মধুপুর উপজেলা মেম্বার ফোরামের সভাপতি ও গোলাবাড়ি ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম সোহেল বলেন, আমরা কোনো রাজনৈতিক প্রতীক বা ব্যানারকে সামনে রেখে নির্বাচন করে বিজয় লাভ করিনি। আমরা ভোটারদের ভালোবাসা ও জনপ্রিয়তার কারণে এবং যোগ্যতার মাপকাঠিতে বিজয়ী হয়েছি।
তিনি আরও জানান, এ সময় আমাদেরকে অপসারণ করা হলে এলাকার উন্নয়ন স্থবির হয়ে পড়বে। সাধারণত জনগন বিভিন্ন সেবা ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউপি সদস্যদের অপসারণ না করে বহাল রাখার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান তিনি।
উক্ত মানববন্ধন অনুষ্ঠানে মধুপুর ও ধনবাড়ি উপজেলার প্রায় শতাধিক ইউপি সদস্য অংশ গ্রহন করেন।