জামালপুর জেলার মেলান্দহ থানাধীন বেলতৈল গোদার বাজার দক্ষিণ পাশে এলাকায় সন্ত্রাসীরা জমি দখলবাজীর চেষ্টা চালিয়ে ১০ থেকে ১২ টি বাড়িঘরে ভাংচুর করার পাশাপাশি লুটপাট চালায় । নিরহ দিনমজুর গরীব লোকদের বিছানাপত্র হান্ডী পাতিল চাল-ডাল সহ সবকিছুই নিয়ে যায় সন্ত্রাসীরা। মেলান্দহ থানা পুলিশের একটি টিম ঘটনাস্হল পরিদর্শনে করে চলে যাওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আনিস সাহেবের নেতৃত্বে একটি সেনাবাহিনীর টিম ঘটনাস্হলে আসলে , সাধারণ নিরহ জনসাধারণের মাঝে শান্তির আবাস ফিরে আসে ।
অনুসন্ধানে এলাকাবাসী জানায়, সঙ্ঘবদ্ধ সন্ত্রাসীদলের আঘাতে ১০ থেকে ১২ জন কে স্থানীয় লোকজন জামালপুর সদর হাসপাতালে পাঠান। দুইজনের অবস্থা খারাপ হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। চৌকস সেনাবাহিনীর টিম সন্ত্রাসী হামলায় ও লুটপাট নাশকতার মূল হুমকদাতা লালমিয়া মুহুরী (৫৮) কে সেনাবাহিনী গ্রেফতার করতে সক্ষম হন।