সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাগাতিপাড়ায় দল পাল্টে আবার দাপটে হাইব্রিড নেতারা লন্ডনে সাইমুনের অপারেশন সফলভাবে সম্পন্ন নোয়াখালীর মাইজদীতে হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তারুণোর অনুর্ধ-১৭ জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত। সরিষাবাড়ীতে নানা আয়োজনে ৯ম জাতীয় হাঁটা দিবস পালিত দুই মৌলিক গান নিয়ে আসছেন দুঃখী সোহেল ডুমুরিয়ায় ইউপি সদস্যার বাড়িতে দুঃসাহসিক চুরি মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ কঠোর নিরাপত্তা র মধ্যে দিয়ে শুরু হতে চলেছে গঙ্গা সাগর মেলা ও পূর্ণ স্নান হাজিরপাড়া চরমোহাম্মদপুর ইসলামিক সেন্টারের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথপুরে১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে বেশির ভাগ সবজি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রেতাদের ক্ষোভ

রিয়াজ রহমানঃ
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৪৮ Time View

গত কয়েক দিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। বাজারে প্রায় সব সবজির দামই ১০০ টাকার ওপরে। মুরগি ও মাছের দামেও নেই স্বস্তি। বিক্রেতারা বলছেন, শুধু জগন্নাথপুরে নয়, উৎপাদন এলাকায়ও সবজির দাম চড়া। সবজির দাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বাজার তদারকির জন্য প্রশাসনের নিকট দাবী জানান।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বাজার ঘুরে দেখা গেছে।
বেশিরভাগ সবজি কেজিতে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকায়। এরমধ্যে রয়েছে বরবটি, করলা, ঝিঙা, চিচিঙা ও ধুন্দল, পটল,মুলা। এসব সবজির দর ১০০ টাকার নিচে কোনোভাবেই নামছেই না। ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে, পেঁপে ও আলু। শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে। তবুও বাজারে সরবরাহ কম। বেগুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়, টমেটো ২৮০ টাকা, ধনিয়াপাতা ৫৫০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। সবজির খুচরা বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের চেয়ে সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ২০থেকে ৩০ টাকা।সবজির দাম বাড়লে ও গত সপ্তাহের চেয়ে ডিম ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে। কয়েক সপ্তাহ ধরে কাঁচামরিচের দামও বেড়েছে। মঙ্গলবার কাঁচামরিচ বিক্রি হচ্ছে মান ভেদে ৩৪০থেকে ৪০০টাকা দরে। জগন্নাথপুর পাইকারি কাঁচামাল আড়ৎ মালিকগন বলেন, দেশের কোথাও কোথাও বৃষ্টি অস্বাভাবিক। উত্তরাঞ্চলেরও বেশ কিছু এলাকায় বন্যা হচ্ছে। ফলে ক্ষেতে সবজি নষ্ট হয়ে গেছে। সেজন্য উৎপাদন এলাকায় কৃষকরাও এখন তুলনামূলক দাম বেশি নিচ্ছেন।
জগন্নাথপুরপুর গ্রামের বাসিন্দা আইনজীবী সহকারী আবুল হাসনাত বেলাল তার ফেইসবুক ফেইসএ ক্ষোভ প্রকাশ করে লিখেন সবজির বাজার তদারকির যেন কেউ নেই। এই আইনজীবী সহকারীরমত অনেক ক্রেতা বাজার তদারকির জন্য প্রশাসনের নিকট দাবী জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102