সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে জগন্নাথপুর বিএনপির অস্থায়ী কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এম এ কয়েছের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আবুল কাশেম স্বপন, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের কেন্দ্রীয় উপদেষ্টা, বিএনপির নেতা আবিবুল বারী আয়হান,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মাষ্টার,বিএনপির নেতা এম এ আজিজ,সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সমবায় বিষয়ক সম্পাদক গুলজার আহমদ, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জামিল হোসেন গেদন,সাবেক আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান,জগন্নাথপুর পৌর সভার ৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিল আলাল হোসেন, ৪নং ওয়ার্ড সাবেক কাউন্সিল কামাল হোসেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির নেতা কাইয়ুম মেম্বার,উপজেলা যুবদল নেতা ছায়েদ মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদল সহ সাংগঠনিক সম্পাদক মহসিন মামুন,মীরপুর ইউনিয়ন বিএনপি নেতা মতিউর রহমান, সুনামগঞ্জ জেলা যুবদল সদস্য গিয়াস উদ্দিন আহমদ,উপজেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক শাহেদ আহমদ, উপজেলা বিএনপির নেতা আব্দুল ওয়াব, পাটলী ইউনিয়ন বিএনপির নেতা মঈনুল হোসেন, যুবদল নেতা শামিনুর রহমান,উপজেলা যুবদল নেতা রিপন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক রুহেল আহমদ রাজা,মীরপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যুবদল নেতা শামীম আহমদ, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম বাবর, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম (মেম্বার), আশারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, উপজেলা যুবদল নেতা ময়নুল ইসলাম, লেবু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক
দল নেতা শাহীন আহমদ, সামসুজ্জামান শামীম, উপজেলা ছাত্রদল নেতা মুহিত কামালী প্রমূখ।
মতবিনিময় সভার শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন- উপজেলা স্বেচ্ছাসবক দলের সাবেক সহ সভাপতি মাসুম আহমেদ। এই সময় উপজেলা বিএনপির সিনিয়র নেতা হাজী ছায়াদ মিয়া, হাফেজ কয়ছর আহমেদ, জিতু মিয়া (মেম্বার), সায়েদ আহমদ, সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন বিএনপি নেতা লুলু কামালী, উপজেলা বিএনপি নেতা এখলাছুর রহমান, তালুকদার নিকসন, দিলু মিয়া, যুবদল নেতা আলী হোসেন, হুমায়ুন মিয়া, আফরোজ আলীসহ উপজেলার বিভিন্ন গ্রামের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তরা বলেন, সকল আন্দোলন সংগ্রামে সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র আক্তার হোসেন নেতৃত্বে জগন্নাথপুর উপজেলা বিএনপি রাজপথে ছিল। বর্তমানে ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ মোতাবেক তৃণমূলে বিএনপি কে সুসংগঠিত করতে অতীতের মত কাজ করতে হবে। বক্তরা আরো বলেন আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান সময়ের সাথে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে। এজন্য দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমাদেরকে ও ঐক্য থেকে তৃণমূল থেকে দলকে সুসংগঠিত করে দলের ভীতরের স্বৈরাচার মুক্ত করতে হবে। আমাদের আশা কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ আমাদের কাজের মূল্যায়ন করবেন।