নাটোরের লালপুরে চংধুপইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর ) বিকেল থেকে রাত পর্যন্ত আব্দুলপুর কদম তলা বাজারে ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
এছাড়াও বক্তব্য রাখেন আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি, লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক (বহিস্কৃত) আরিফুর রহমান আরিফ, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম লেলিন, বাগাতিপাড়া বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, লালপুর উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক মোঃ সাজেদুল ইসলাম হলুদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা, সাবেক দপ্তর সম্পাদক আমিনুল হক টমি, থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই নান্নু, যুগ্ম আহবায়ক ফিরোজ হোসেন মিল্টন, মো: আব্দুস শাহান মাসুম, যুব উন্নয়ন কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) মোঃ সাখোয়াত হোসেন, দয়রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণত সম্পাদক আনসার আলী প্রমুখ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে তাইফুল ইসলাম টিপু বলেন, বড়াল নদী সংস্কার করা হবে যাতে করে লালপুর-বাগাতিপাড়া মানুষের কৃষি চাষাবাদে সেচ সুবিধা পায়। আমার পরিকল্পনা আছে যে এমন একটি প্রতিষ্ঠান করার যার মধ্যমে গোটা বিশ্ব লালপুরকে চিনবে।