সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার জন্য ২৯ লক্ষ টাকার ভূমি ক্রয় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। ৩রা মার্চ রোববার বিকালে মাদ্রাসার অধ্যক্ষ এর কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। এই সময় মাদ্রাসার দাতা সদস্য বজলুর রশিদ চৌধুরী,গভর্নিং বডি সভাপতি আবিবুল বারি আয়হান, গভর্নিং বডি সহ-সভাপতি শিহাব উদ্দিন চৌধুরী , অধ্যক্ষ মাওলানা মোঃআব্দুল হাকীম, অভিভাবক সদস্য রাসেল রহমান, অভিবাবক সদস্য মাশ্বাদুল হক চৌধুরী রাসেল সহ মাদ্রাসা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
হবিবপুর কেশবপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃআব্দুল হাকীম জানান, মাদ্রাসার ক্যাম্পাস সম্প্রসারণ একটি স্বপ্ন, একটি চলমান প্রক্রিয়া। এক্ষেত্রে মাদ্রাসা গভর্নিং বডির সদস্য মন্ডলী নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে সরকারি ফি বাদে ২৯০০,০০০/- (উনত্রিশ লক্ষ) টাকা মূল্যে শাহপুর মৌজার জে এল নং ৬৮, আর এস খতিয়ান ৩৬, আর এস দাগ নং ৩২৪ ( আমন রকম ০.৭০ একর ভূমি ক্রয় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। ক্রয় পরবর্তীতে মাদ্রাসা গভর্নিং বডির সভাপতিসহ অন্যান্য সদস্য মন্ডলী ও আমি বিক্রেতার কাছ থেকে সরেজমিন জমির দখল গ্রহন করি। ইন্শা আল্লাহ অচিরেই খরিদকৃত এ ভূমিতে এলাকার সকলের সার্বিক সহযোগিতায় পরিকল্পনামত ভৌত অবকাঠামো গড়ে তোলা হবে। আমি এই বিষয় মাদ্রাসা সংশ্লিষ্ট দেশে অবস্থানকারী ও প্রবাসী মহান ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতা কামনা করা করছি।