মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বিক্রমপুর-মুন্সীগঞ্জের কাগজ ফাউন্ডেশনের আয়োজনে ‘স্মার্ট গজারিয়া বিনির্মাণে ইমামদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা হয়েছে গজারিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ শীর্ষক আলোচনা সভা হয়।
বিক্রমপুর-মুন্সীগঞ্জের কাগজ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আরফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সাখাওয়াৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার, গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রাজিব খাঁন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান প্রমুখ।
সভায় বক্তরা বলেন, স্মার্ট গজারিয়া গড়ার লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টিতে ইমাম সমাজকে এগিয়ে আসতে হবে। ইমামগণ সঠিকভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করলে সমাজ থেকে অন্যায় অনেকাংশে দূর করা সম্ভব। একজন ইমাম একটি সমাজের নেতা। তার কথায় সমাজের মানুষ চলে। ইমামগণ অভিভাবকদের এবং যুবকদের তাদের কথার মাধ্যমে যদি সচেতনতা সৃষ্টি করেন তাহলে বিপথ থেকে অনেকেই ফিরে আসবেন। এসময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাগণসহ গজারিয়ার বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ।