বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, উপজেলা দুদকের সভাপতি বাহাদুর আলী, সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, চিলড্রেন হোম পাবলিক স্কুলের অধ্যক্ষ ফজলুর রহমান প্রমুখ।