দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন’ এর সদস্য হলেন লালপুরের ফারজানা শারমিন পুতুল।বৃহস্পতিবার (৩ অক্টোবর ২০২৪) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা গেছে। পুতুল সুপ্রীমকোটের আইনজীবি। এছাড়া তিনি নাটোর-১(লালপুর-
বাগাতিপাড়া) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলার প্রথম মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে। তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য, বিএনআরসি এডিটরিয়াল বোর্ডের সদস্য, বিএনপি মিডিয়া সেলের সদস্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের
অধীন ঢাকার মহাখালির ক্যাপিটাল ল’ কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে আছেন।
শুক্রবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ফারজানা শারমিন পুতুল। এদিকে সর্বশেষ মন্ত্রীপরিষদ বিভাগের ২০২৪ সালের ৩ অক্টোবর প্রজ্ঞাপনে ‘দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন’ এর সদস্য হিসেবে ফারজানা শারমিন পুতুল নির্বাচিত হওয়ায়
লালপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আহ্বায়ক ডাক্তার ইয়াসির আরশাদ রাজন ও সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, পৌর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোলাম সহ অঙ্গসংগঠনের নেতাকর্মী শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।