লক্ষ্মীপুর সদর উপজেলায় চন্দ্রগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর বুধবার চন্দ্রগঞ্জ দলিল লেখক কল্যান সমিতির কার্যালয়ে সমিতির সদস্যদের কন্ঠভোটে পুনরায় এম. কাউছরকে সভাপতি ও মো. মহিন উদ্দিনকে সাধারণ সম্পাদক সাধারণ করে ৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবদুল আজীম, কোষাধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক আবদুল মালেক, প্রচার সম্পদক মো. আবদুল মোতালেব, নির্বাহী সদস্য মো. নুর নবী ও আবদুল ওয়াদুদ।
নির্বাচন সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেন, আবদুর রহিম৷ কবির হোসেন ও মোজাম্মেল হোসেন।
নব-নির্বাচিত সভাপতি এম. কউছার বলেন, দলিল লেখক কল্যান সমিতির সাংগঠনিক নিয়মতান্ত্রিক ভাবে কমিটি গঠিত হওয়ায় সাধারণ সদস্যদের মাঝে স্বস্থি বিরাজ করছে। আমরা চাই সকলে মিলে মিশে সংগঠনকে গতিশীল করতে। আমরা সব শ্রেনী পেশার মানুষের আন্তরিক সহযোগীতা প্রত্যাশা করছি।
আমি সভাপতি হিসেবে দায়িত্বে থাকাকালিন অবস্থায় দলিল লেখকদের দলিল লেখার ক্ষেত্রে স্বচ্ছতা ও তাদের অধিকার এবং সমিতির অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে শৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বাত্মক চেষ্টা করছি এবং সামনেও করবো। আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাবো।