ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটুক্তিমূলক মন্তব্যের প্রতিবাদ ও ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানের শাস্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে সমাবেশ করে।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক মনিরুল ইসলাম, কামরুল ইসলাম, আল আমিনসহ মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীরা। এরআগে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা খন্ড-খন্ড মিছিল নিয়ে শহীদ মিনারে সমবেত হন।