নোয়াখালীর চাটখিল বন্যার্তদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বদলকোট ইউনিয়ন শাখা জামায়াতের উদ্যোগে দুই দিনব্যাপী বিনামূল্যের এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। বদলকোট ইউনিয়নের পৃথক ৪টি স্থানে মেডিকেল ক্যাম্পগুলো অনুষ্ঠিত হচ্ছে।
বিনামূল্যের এই মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন চাটখিল উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাছান। এছাড়াও মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বদলকোট ইউপি চেয়ারম্যান সোলাইমান শেখ, ভীমপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাই, পৌরসভা জামায়াত নেতা মো. রুহুল আমিন, বদলকোট ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।
শুক্রবার উদ্বোধনী দিন বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর মাদ্রাসা ও বদলকোট উচ্চ বিদ্যালয়ে চারজন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এলাকার প্রায় ৭ শত সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা নিতে আসা মানছুরা বেগম বলেন, ‘আমার দীর্ঘদিন ধরে কানের সমস্যা ছিল। বন্যার কারণে ডাক্তারের কাছেও যেতে পারছিলাম না। আজ একজন অভিজ্ঞ ডাক্তারকে বিনামূল্যে দেখাতে পেরে আমি খুশি। ডাক্তার কিছু পরামর্শ দিয়েছে এবং সাথে ফ্রি ওষুধও দিয়েছে।’
উদ্বোধনী বক্তব্যে চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাছান বলেন, ‘বন্যাকালীন সময়েও বন্যা দূর্গত মানুষের পাশে জামায়াত ছিলো। বন্যা পরবর্তী সময়ে আজ থেকে বদলকোট ইউনিয়নে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করতে পেরে আমরা সকলে খুবই খুশি। আশা করি এর মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে।’
স্থানীয় ছাত্র ও যুব সমাজসহ মেডিকেল ক্যাম্পটি আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেন মরহুম আব্দুল লতিফ মাস্টার ফাউন্ডেশন, আনাম এন্টারপ্রাইজ, বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি ও ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড।