টপ টেন

মনোহরদীতে ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে সহকারী কমিশনার (ভূমি)

  মোঃ এমরুল ইসলাম, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ ১০ সেপ্টেম্বর ২০২৫ , ৮:৫০:৩৪

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্যাট মো: সজিব মিয়া।

বুধবার (১০ সেপ্টেম্বর) তিনি দায়িত্ব গ্রহণের পর ইউনিয়নের সকল ইউপি সদস্য, সচিব, গ্রাম পুলিশ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা এলাকার নানা সমস্যা তুলে ধরেন। সহকারী কমিশনার(ভূমি) মনোযোগ দিয়ে সমস্যাগুলো শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি তিনি স্থানীয় জনগণকে সঠিক সেবা প্রদান নিশ্চিত করতে সকলের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতি দেন। পরে তিনি পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি,যায় যায় দিন পত্রিকার উপজেলা প সাংবাদিক মো. তাজুল ইসলাম বাদল,মর্নিং পোষ্ট পত্রিকার উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য,সাংবাদিক মো. হিমেল মিয়া এবং সুশীল সমাজের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর