জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত মঙ্গলবার রাতে আরাম নগর বাজার এলাকায় ব্যবসার উন্নতি করবে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আরামনগর বাজার বণিক সমিতির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আরাম নগর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম রঞ্জু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ফয়জুল কবির তালুকদার শাহীন , সরিষাবাড়ী পৌর দোকান ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, আরামনগর বাজার বনিক সমিতির সহ-সাধারণ সম্পাদক রতন মিয়া প্রমুখ।
আরামনগর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম রঞ্জু বলেন, ব্যবসার উন্নয়নের জন্য এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।