বাংলাদেশের রেল মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে সমালোচনার মুখে রয়েছে। আমরা জনসাধারণ এই অনিয়মের ভুক্তভোগী বহু বছর ধরে। রেল ব্যবস্থাপনায় দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার দেশের সাধারণ জনগণের জন্য একটি স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতির উন্নতি ও রেল মন্ত্রণালয়ের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালী সমন্বয়কের একটি প্রতিনিধি টিমের সমন্বয়ে রেলের মহাপরিচালক ও সিনিয়র সচিবের সাথে আলোচনা করেন।
নোয়াখালী টিমের সমন্বয়করা বলেন, “সুবর্ণচর” এক্সপ্রেসের নাম পরিবর্তন করে “নিঝুম” এক্সপ্রেস রাখার প্রস্তাব করেছি আমরা। এবং রেলের অবকাঠামো উন্নয়ন, মন্ত্রণালয়ের সেবার মান বৃদ্ধি ও কিছু জায়গা সংস্কারের প্রস্তাবও রেখেছি আমরা।
সমম্বয়করা আরো বলেন, নিঝুম এক্সপ্রেস চালু হলে নোয়াখালী জেলার যাতায়াত ব্যবস্থা আরো উন্নত হবে এবং রেলপথে দ্রুত ও সুলভ যাতায়াত নিশ্চিত হবে, ট্রেন পরিসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সড়ক যোগাযোগের দিক থেকে অপেক্ষাকৃত পিছিয়ে আছে এই রেলপথের যোগাযোগ ব্যবস্থা।তাই আমরা রেল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করে “নিঝুম” এক্সপ্রেস দ্রুত চালুর দাবি জানাই।
এই সময় উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম প্রিন্স, আফসার উদ্দিন, ইখতিয়ার হোসেন ও মেহেদী হাসান সীমান্ত।