টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মধুপুর পৌর শাখার কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মধুপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সুশীল কুমার দাস ও সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এ কমিটির অনুমোদন প্রদান করেন।
রবিবার(২২শে সেপ্টেম্বর) দুপুরে সভাপতি সাধারণ সম্পাদক সহজ মোট ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী দূর্গাপুজার আগ মুহূর্ত পর্যন্ত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সঞ্জয় সিংহ ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আবির চৌহান। এ কমিটি আগামী এক বছরের জন্য সনাতন ধর্মাবলম্বীদের সকল অনুষ্ঠানে সার্বিক ভাবে সহযোগিতা করবেন।
এ বিষয়ে নবাগত কমিটির সভাপতি সঞ্জয় সিংহ বলেন, আগামী দূর্গাপূজা সকলেই যেন সুষ্ঠু ও নিরাপদ ভাবে আনন্দ ঘন পরিবেশে উৎযাপন করতে পারে সেই ব্যাপারে সকল সনাতনিদের কে সাথে নিয়ে আমরা সার্বিক ভাবে সহযোগিতা করবো।
নব্য সাধারণ সম্পাদক আবির চৌহান জানান, আগামিতে আমরা সকল সম্প্রদায়কে সাথে নিয়ে মধুপুরের সনাতনিদের জন্য কাজ করে যাবো।