গতকয়েকদিন ধরে প্রবল প্রকৃতির দুর্যোগ ও ভারী বৃষ্টিপাতের কারণে পশ্চিম বাংলার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহাকুমার বিভিন্ন জায়গার মানুষ বন্যার কবলে। তাদেরকে সাহায্য করতে এগিয়ে এসেছেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসন। সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার কঙসাবতী নদীর জলের তোড়ে এবং কেলেঘাই এবং কাপ্তাই নদীর জল বিপজ্জনক ভাবে বেড়ে চলেছে। কপ্তাই নদীর জল ছেড়ে দেওয়ার কারণে ফের বন্যার কবলে পড়েছে গোটা ঘাটাল মহাকুমার বিভিন্ন এলাকা। প্রায় কয়েক লাখ মানুষ অসহায় অবস্থায় রয়েছে। বহু ঘরবাড়ি নস্ট হয়ে গেছে। বহু মানুষ কে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। ঘাটাল মহাকুমার বিভিন্ন এলাকা তে বন্যার ত্রাণ বিতরণ করতে এগিয়ে এসেছেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে। এবং শুকনো খাবার ও পানি জল এবং ঔষধ পৌঁছে দিতে বোড ও নৌকা ব্যবহার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। রুগীদের কে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ সরকারি হাসপাতালে এবং গর্ভবতী মায়েদের কে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ সরকারি হাসপাতালে। দীর্ঘ দিন ধরে বৃস্টির কারণে বহু এবং পশ্চিম মেদিনীপুর জেলার পাহাড়ী নদীর জল নিচে নেমে আসার কারণে প্রবল প্রকৃতির দুর্যোগ ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যার কবলে পড়েছে গোটা ঘাটাল মহাকুমার বিভিন্ন এলাকা। ইতি মধ্যেই ঘাটাল মহাকুমার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করতে নির্দেশ দিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নবান্ন থেকে ঘাটাল মহাকুমার বন্যার পরিস্তিতি দেখছেন ও খোঁজ নিচ্ছেন। সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার শ্রী ধৃতিমান সরকার আই পি এস ও পশ্চিম মেদিনীপুর জেলা শাসক জনাব খুরশিদ আলম আল কাদেরী তারা বন্যার কবলে পড়া মানুষের পাশে দাঁড়াতে সবধরনের সহযোগিতা করছেন বলে জানিয়েছেন। ইতিমধ্যেই পুলিশ ত্রাণ সামগ্রী নিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে পৌঁছে গেছে। বন্যার তোড়ে ভেসে গেছে বহু ঘরবাড়ি। বন্যার মোকাবেলা করতে নামানো হয়েছে বন্যা মোকাবেলা বাহিনীর সদস্যদের। তাদেরকে সাহায্য করতে এগিয়ে এসেছেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।।