নোয়াখালী জেলার সদর থানার জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর সকাল ৭ সময় সদর উপজেলা মডেল মসজিদে মুফতি নুরুল হক সিদ্দিকী জাতীয় ইমাম ও খতিব সংস্থা সদর থানার আহবায়ক সভাপতিত্বে প্রধান অতিথি সভাপতি মুফতী গিয়াস উদ্দিন রহমানি জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশ নোয়াখালী, মুফতী শাহাদাত হোসেন জাফরী সেক্রেটারি জাতীয় ইমাম ও খতিব সংস্থা নোয়াখালী, এই আহ্বায়ক কমিটি গঠন করেন, উক্ত আহবায়ক কমিটিতে আহবায়ক
মুফতি নুরুল হক সিদ্দিকী, যুগ্ন আহবায়ক
মাওলানা জিয়াউল হক,সদস্য সচিব
মাওলানা রিয়াদ হোসেন,যুগ্ম সদস্য সচিব
মুফতী মহসিন খুবাইব,অর্থ সচিব মাওলানা আকবর আলী, সদস্য মাওলানা মিজান সহ
প্রমুখ।