নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় চার দিকে নদী হওয়ায় নদী ভাঙ্গনের প্রবণতাই সব চেয়ে বেশি।
এই নদী ভাঙ্গন রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও তার উল্লেখযোগ্য কোনো বাস্তবায়ন হয়নি।
নদী ভাঙ্গন রোধে এই মাসের প্রথম সাপ্তাহে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ মানববন্ধন করেন।
উক্ত মানববন্ধনে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা উপস্থিত পদক্ষেপ নিয়েই তা স্বল্প রুপে বাস্তবায়ন করছেন।
তাছাড়া গতকাল হাতিয়া উপজেলা ছাত্রদল নেতা আব্দুর রহমান উক্ত নদী ভাঙ্গন বিষয়টি তাকে একাধিক মানুষ জানালে তা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বললে তারা জানান- তাদের নিজস্ব অর্থায়ন ও সরকারি বাজেটের পরিমাণ অনুযায়ী ৩০০০-৪০০০ জিও দিব।তা অতিদ্রুত কার্যকর হবে।
এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম জানান – হাতিয়ায় দীর্ঘ ধরে নদী ভাঙ্গনের শিকার হাজার হাজার মানুষ। সরকার বিভিন্ন পদক্ষেপ নিলে ও আমাদের উল্লেখযোগ্য কোনো কাজ করার সুযোগ হয় নি।
গত কাল আমাদের কে আব্দুর রহমান ভাই জানালে আমরা বিষয় টা নিয়ে তাদের কে আশ্বস্ত করি এবং ঐ স্থানে জিও ব্যাগ দিব ইনশাআল্লাহ।
এসময় ছাত্রদল নেতা প্রতিবেদক কে বলেন-বর্তমানে ৪নং নলচিরা ইউনিয়নের চেয়ারম্যান একাধিক অভিযোগে কারাগারে থাকার কারণে এলাকাবাসীর পাশে আছি ভবিষ্যতেও পাশে থাকবো।
তাছাড়া, নলছিরা ইউনিয়নের বেড়িবাঁধ একাধিক স্থানে ভেঙে যাওয়ার কারণে নদীর পানিতে একাধিক গ্রাম প্লাবিত হয়। পানি উন্নয়ন বোর্ড থেকে আরো জানান বেড়িবাঁধ টিকিয়ে রাখার জন্য বস্তা জাম্পিং দেওয়া হবে। এতে এলাকাবাসী সহ নদী তীরবর্তী সকলেই অনেক খুশি।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান- নদী ভাঙ্গন রোধে একাধিক প্রকল্প নিয়ে কাজ চলছে, তা অতিদ্রুত বাস্তবায়ন হতে পারে।