কলকাতার আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক তিলোত্তমা র উপর পাশবিক নির্যাতন ও ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে আন্দোলনকারী ছাত্র ও জনতার দাবি কে সম্মান জানিয়ে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছে যে আজ বৈকাল 4 ঘটিকায় কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেয়া হবে শ্রী বিনীত কুমার গোয়েল আই পি এস অফিসার কে।তার যায়গায় আসতে পারেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার আইন শৃঙ্খলা শ্রী অভিষেক দাসগুপ্ত আই পি এস। গতকাল রাতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জুনিয়র ডাক্তারদের সাথে বৈঠকে র পর এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে স্বাস্থ্য দপ্তরের উপ পরিচালক সহ আরো কিছু উচ্চ পদস্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন ধরে অচল পশ্চিম বাংলার স্বাস্থ্য ব্যবস্থা। ছাত্র ও জনতার আন্দোলন ফলে সারা বিশ্বের কাছে মাথা হেঁট হয়ে যায় পশ্চিম বাংলার।চাপে পড়ে যায় পশ্চিম বাংলা র স্বাথ্য দপ্তর।
প্রতিদিন ভারতের কোথাও না কোথাও আর জি কর হাসপাতালে মহিলা ডাক্তারের উপর ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্র ও যুব জনতা। কিছুদিন আগে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে ছাত্রদের বৈঠক হয় এবং গতকাল রাতে র বৈঠক শেষে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ঘটনার পর ইতিমধ্যেই সঞ্জয় রায় নামক এক সিভিক ভলেন্টিয়ার ও আর জি কর হাসপাতালে র সুপার শ্রী অনির্বাণ ঘোষ ও টালা থানার ওসি কে গ্রেফতার করে সি বি আই। সেই সঙ্গে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তদন্ত চলছে।আর ঠিক দুর্গা পূজার আগে আর জি কর হাসপাতালে মহিলা ডাক্তারের উপর ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতা পুলিশের কমিশনার শ্রী বিনীত কুমার গোয়েল আই পি এস কে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব পড়বে আম আদমি র কাছে। পরবর্তী সময়ে আর জি কর হাসপাতালে মহিলা ডাক্তারের উপর পাশবিক নির্যাতন ও ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হচ্ছে তা দেখার জন্য তাকিয়ে আছে গোটা বিশ্বের মানুষ।।