বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের নির্দেশনায় নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার কুলশ্রী ওমর আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ত্রাণ সামগ্রী বিতরণ ও এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
চাটখিল উপজেলা বিএনপির সদস্য নুরুল হুদা পিন্টু’র সভাপতিত্বে ও মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল হান্নানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন শুভ, এছাড়াও আরো বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাসান।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন, সাবেক মেম্বার বাহার উদ্দিন, যুবদল নেতা জহিরুল ইসলাম, নাসির উদ্দিন, ইয়াসিন আরাফাত শান্তসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও একই দিন ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।