নোয়াখালীর সুবর্ণচরের ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাটে ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগস্ট (বুধবার) সন্ধ্যায় চরক্লার্ক উচ্চ বিদ্যালয় থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে আক্তার মিয়ার হাটের দক্ষিণ মাথা প্রদক্ষিন করে উত্তর মাথার, জিরো পয়েন্ট মোড়ে এসে শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের কে নিয়ে নানান স্লোগান দেন।
শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সুবর্ণচর উপজেলা বিএনপির সহ-সভাপতি, মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আলম সেলিমের সভাপতিত্বে
ডা.হোসেনের সঞ্চালনায়
এসময় বক্তব্য রাখেন , ইউনিয়ন বিএনপি, সিনিয়র সহ-সভাপতি সেকান্দর হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি সাহাদাত হোসেন, উপজেলা মৎসজীবী দলের সদস্য সচিব সাহাব উদ্দিন, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক,সফি উল্লাহ ক্বারী।
তাছাড়া এসময় উপস্থিত ছিলেন – উপজেলা যুবদল নেতা মো. ইব্রাহীম,, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম, শ্রমিক দলের আহ্বায়ক শেখ ফরিদ, ইউনিয়ন যুবদল নেতা হাফিজ উল্লাহ,মো. ইব্রাহিম, অলি উদ্দিন বাবুল,আলাউদ্দিন সহ অন্যন্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।