সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইনাতনগর মল্লিকপাড়া এলাকার মল্লিক আফজল হোসেনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ১২নম্বর সার্কেলের ইসহাকপুর, লুদরপুর, ইনাতনগর এলাকার সর্বস্তরের লোকজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নিহত আফজল হোসেনের বাড়িতে বিশিষ্ট রাজনীতিবিদ, প্রবীণ মুরব্বি সিদ্দিক আহমেদ এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বি হাজী আলা মিয়া, আলহাজ্ব আকমল খান, মাস্টার আবু তাহিদ, হিরা মিয়া, মন্তেসর আলী, সাবেক কমিশনার আকিক মিয়া, সাবেক কমিশনার আব্দুল লতিফ, সাবেক কাউন্সিলর খলিল মিয়া, শাহ রেজাউল করিম, শাহ মাহফুজ করিম, তাজ উদ্দিন আহমেদ, বদরুল ইসলাম, সাবেক মেম্বার আখলুছ মিয়া, আব্দুল মতিন, আব্দুস সালাম, আব্দুল ওয়াহাব, হাসমত উল্লা খান, মল্লিক রফু মিয়া, আব্দুল আলী, আব্দুল হাকিম, দিলতাজ মিয়া, কাহার মিয়া, মল্লিক সালেহ আহমদ, মতছির আলী প্রমুখ। সভায় বক্তারা নিহত আফজল হোসেনের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে নৃশংস এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। এ সময় ইসহাকপুর, লুদরপুর, ইনাতনগর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গ : গত ৫ আগস্ট রাতে উপজেলার সৈয়দপুর বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় নির্মমভাবে খুন হন জগন্নাথপুর পৌর শহরের ইনাতনগর এলাকার মল্লিক আফজল হোসেন। নিহত আফজল ওই এলাকার মল্লিক আকমল হোসেনের ছেলে।