বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা বলেছেন, স্বৈরাচার হাসিনার পতনের পর একটি কুচক্রি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তাই বিএনপির সব নেতাকর্মীকে পাহারায় থাকতে হবে। ধর্ম-বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, তা নিশ্চিতের পাশাপাশি সংখ্যালঘুদের ওপর হামলা হলেই প্রতিরোধ করতে হবে।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে শিবগঞ্জ পেঁয়াজপট্টি প্রাঙ্গণে বিজয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সাধারণ মানুষ ও ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ওইদিন বাংলাদেশের সাধারণ মানুষ সড়কে নেমে বিজয় উল্লাস করে। এ বিজয়কে চূড়ান্ত রূপ দিতে হলে দেশের মানুষকে নিরাপত্তা দিতে হবে। যারা দুর্বৃত্ত লুটতরাজ তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। প্রতিটি পাড়ায় মহল্লায় মুসলিম, হিন্দু, খ্রিষ্টানসহ সবার নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংস স্তুপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যত। তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন শিবগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি সফিকুল ইসলাম। অনুষ্ঠানে শিবগঞ্জ পৌর, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এর আগে দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।