দীর্ঘ ১০ বছর পর জগন্নাথপুর সদর বাজারের ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা জামাল মিয়া তালুকদারের দখলে থাকা জগন্নাথপুর বাজারের প্রবীণ ব্যবসায়ী মরহুম হাজি কুতুব উদ্দিন চৌধুরীর ছেলে ব্যবসায়ী আবুল কালাম চৌধুরী বাবলুর মালিকানা একটি দোকানঘর উদ্ধার করা হয়। মঙ্গলবার ( ৬ আগষ্ট)জামাল মিয়ার দখলে থাকা দোকান ঘরটি স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কে সাথে নিয়ে দোকান উদ্ধার করে সাইনবোর্ড সাটিয়েছেন ব্যবসায়ী আবুল কালাম চৌধুরী বাবলু।
জানা যায়, আওয়ামী লীগ নেতা জামাল মিয়া তালুকদার ২০১১সালে দোস্তপুর গ্রামের আব্দুল মিয়া গংদের নিকট দোকান ঘরটি বিক্রি করেন। এরপর থেকে ওই দোকানঘরটিতে দোস্তপুর গ্রামের চেরাগ আলী মেম্বার ব্যবসা করে আসছিলেন। পরবর্তীতে চেরাগ আলী মেম্বার ব্যবসা ছেড়ে দিলে বাউধরন গ্রামের আকলু মিয়া বাউধরন ভ্যারাইটিজ স্টোর নামে ব্যবসা পরিচালনা করে আসছিলেন । তারপর থেকে ওই দোকান ঘরটিতে জামাল মিয়া তালুকদার ভাড়াটিয়া হিসেবে ব্যবসা চালিয়ে আসছেন। ২০১৪সালে দোকান ঘরটির মালিক আব্দুল মিয়া ও আব্দুল হাইয়ের কাছ থেকে বাজারে বিশিষ্ট ব্যবসায়ী হাজী কুতুব উদ্দিন চৌধুরী দোকান ঘরটি ক্রয় করেন। দোকানটি ক্রয় করার পর আওয়ামী লীগ নেতা জামাল মিয়া তালুকদারকে ঘরটি ছেড়ে দেওয়ার জন্য বললে, জামাল মিয়া তালুকদার ৩০ চৈত্র ১৪২১বাংলায় ঘর ছেড়ে দিবেন বলে আশ্বস্ত করেন এবং ওই সময় সব বকেয়া ভাড়া পরিশোধের আশ্বাস দেন।
পরবর্তীতে আওয়ামী লীগ নেতা জামাল মিয়া দোকান কোটা ছেড়ে না দিয়ে বিভিন্নভাবে তালবাহানা করিতে থাকেন। ঘরটি না ছাড়ায় ২০১৭সালে তৎকালীন বাজার কমিটির সেক্রেটারি জাহির উদ্দিন ও জয়েন্ট সেক্রেটারি জুনায়েদ আহমদ ভূঁইয়ার নিকট দোকান ছাড়ার বিষয়টি জানালে তারা জামাল মিয়া তালুকদারকে ঘর ছাড়া এবং দোকানের ভাড়া পরিশোধ করতে বলেন। কিন্তু জামাল মিয়া তালুকদার বাজার কমিটির কথা অমান্য করার কারণে বাজার কমিটি আবুল কালাম বাবলুকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেন।
এব্যাপারে আবুল কালাম চৌধুরী বাবলু জানান,
২০১৯ সালে আমাদের মালিকানা দোকান ঘরটি উদ্ধারে আমি পৌরসভার আবেদন করলে পৌরসভার তৎকালীন প্যানেল মেয়র শফিকুল হক শফিক পর পর তিনটি নোটিশ প্রদান করলেও আওয়ামী লীগ নেতা জামাল মিয়া পৌর সভায় উপস্থিত হননি। পরে পৌর কতৃপক্ষ কাগজপত্র পর্যালোচনা করে আমার পিতা মরহুম হাজী কুতুব উদ্দিন চৌধুরী উক্ত ভূমির খরিদাসূত্রে মালিক এবং উক্ত দোকান ঘরটি জামাল মিয়া তালুকদার জোরপূর্বক ভাবে অবস্থান করেন প্রমানিত হলে পৌরসভা কর্তৃক আমাকে আইনি সহায়তা নেয়ার পরামর্শ দেন। তিনি আরো জানান, আমি সরকারের নিয়ম মেনে পৌরসভার কর এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ করে আসছি। আমাদের মালিকানা দোকান ঘরটি ভাড়া নিয়ে দলীয় প্রভাব খাটিয়ে দখল করে রাখেন আওয়ামীলীগ নেতা ব্যবসায়ী জামাল মিয়া তালুকদার।
এব্যাপারে জানতে ব্যবসায়ী জামাল মিয়া তালুকদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।