নাটোর লালপুরে সাম্যবাদী দলের নেতা কমরেড এডভোকেট বীরেন্দ্রনাথ সাহা এর স্ত্রী কল্পনা রাণী সাহা(৬৪) দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কল্পনা রানী লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। সে এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এঘটনায় থানায় অভিযোগ দিয়ে কোন প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার। অভিযোগ সূত্রে জানা যায়, চলতি জুলাই মাসের ৬ তারিখে বিকেলে উত্তর লালপুর পুরাতন বাজার এলাকায় এ্যাডভোকেট বীরেন্দ্রনাথ সাহার বাড়ীতে তার খোঁজে আসে কয়েক জন যুবক। পরে তাকে না পেয়ে তাঁর স্ত্রীকে মারপিট ও রক্তাত জখম করে চলে যায় দুর্বৃত্তরা। এঘটনায় এ্যাডভোকেট বীরেন্দ্রনাথ সাহা জানান, আমি বাইরে থাকায় থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে।
এবিষয়ে লালপুর থানার ওসি নাছিম আহমেদ বলেন, মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।