আজ রবিবার সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান এই স্লোগানকে ধারণ করে নোয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ এবং র্যালি অনুষ্ঠিত হয়েছে।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জনাব মোহাম্মদ ইসমাইল, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দেওয়ান মাহবুবুর রহমান, জেলা প্রশাসক, নোয়াখালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, নোয়াখালী,
অনুষ্ঠানে মুল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ ,নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার আখিনূর জাহান, জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।