চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় উজিরপুর ও পাকাঁ ইউনিয়ন এবং বহলাবাড়ী ফকিরপাড়া নদীর তীর থেকে বালু উত্তোলন চলছে। ১২-০৭-২০২৪ইং রোজ শনিবার কিছু সাংবাদিক সেখানে গেলে স্থানীয় লোকজন বলে এই বালু নাকি বিভিন্ন রাস্তার কাজ করার জন্য নিয়ে যাচ্ছে । ওখানে সাংবাদিক ট্রাকচালকে জিজ্ঞাসাবাদ করলে বলে এটা তৌফিক ঠিকাদার ও মান্নান ঠিকাদার এর বালু রাস্তার কাজের জন্য নিয়ে যাচ্ছি। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এর কাছ থেকে পারমিশন নেওয়া আছে এ কথা বলে এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা এর নিকট ফোন করলে বলে এটা ফাওতাবাজি এই কাজের জন্য কোন পারমিশন নেই। স্হানীয় লোকজন এর দাবী এই কাজ যারা পরিচালনা করছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক কারণ গরিব দঃখি মানুষের ফসলি জমি কেটে নিয়ে যাচ্ছে ।