নোয়াখালী বেগমগঞ্জ পশ্চিমাঞ্চলের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায়, তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক, প্রকৌশলী জিহান আল রশিদ রাফিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোপালপুর গণশহীদ সংসদের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ । সম্প্রতি বিদ্যালয়ের নব নির্বাচিত অভিভাবক প্রতিনিধিদের সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে প্রকৌশলী জিহান আল রশিদ রাফির নাম গৃহীত হয়। প্রকৌশলী জিহান আল রশিদ রাফি চুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে গ্রাজুয়েশন ছাড়াও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক এই সহ -সভাপতি , বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য ছাড়া তিনি দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান ,গ্লোব ফার্মাসিটিক্যাল গ্রুপ অব কোম্পানির পরিচালক, বেগমগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মামুনুর রশিদ কিরন ও বেগমগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেসমিন আক্তার দম্পতির জ্যৈষ্ঠ সন্তান। উল্লেখ্য গত ১লা জুলাই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ফজলে আজিম ৩৮৪ ভোট পেয়ে প্রথম, মোহাম্মদ ইউসুফ ৩৩০ ভোট পেয়ে দ্বিতীয়, মোহাম্মদ শামছুল আলম ২৭৮ ভোট পেয়ে তৃতীয়, আবদুর রশিদ ২৬৮ ভোট পেয়ে চতুর্থ এবং মহিলা সদস্য পদে জেসমিন আক্তার ৩৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকসহ কমিটির সকলকে গোপালপুর গণশহীদ স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন রুমি, সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার পারভেজ, সাংবাদিক মোফাজ্জল হোসেন টিপু, মাহাবুবুর রহমান, রহমত উল্লাহ বাবুসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ অভিনন্দনের পাশাপাশি বার্তায় গোপালপুর গণ শহীদ স্মৃতি সংসদের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে কমিটির সম্পাদক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিদারুল আলম সহ কমিটির সকল কর্মকর্তা বিদ্যালয়ের অবকাঠামো এবং শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করে যাবেন। নেতৃবৃন্দ আরও আশা প্রকাশ করেন নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী জিহান আল রশিদ রাফিকে বিদ্যালয় উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে সকলে সহযোগিতা করে যাবেন।