একটু অসাবধানতায় মানুষ ও গবাদি পশুর জীবন কেরে নিতে পারে এমন এক মৃত্যু দূত ছড়িয়ে পড়েছে দেশের আনাচে-কানাচে।
একটু অসাবধানতায় যেকোনো মানুষের মৃত্যু হতে পারে আমাদের আশেপাশে থাকা এই সাইলেন্ট কিলার বা পার্থেনিয়ামের কারণে।
বসত ভিটার আশেপাশে ফসলের মাঠে অথবা রাস্তার দুই ধারে ঝোপ ছাড়ে এই আগাছাটি ছড়িয়ে পড়েছে দেশের সবখানেই। এই আগাছা বা পার্থেনিয়াম, এর উৎপত্তি মেক্সিকোতে, ওয়েস্টেন্ডিজ, চীন, পাকিস্তান, নেপাল, ভারত হয়ে বাংলাদেশে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে এই উদ্ভিদটি।
এটি ১ থেকে দেড় মিটার উচ্চতার হয়ে থাকে।
গবাদি পশুর গায়ে লাগলে পশুর শরীর ফুলে যায় এছাড়াও তীব্র জ্বর বদ হজমসহ নানা রোগে আক্রান্ত হতে পারে।
এই আগাছা অধিক পরিমাণে গবাদি পশু খেয়ে ফেললে মৃত্যু অবধারিত।
কোন গাভী এই আগাছা বা পার্থেনিয়াম খেয়ে ফেললে সেই গাভীর দুধ তিতা হয়।
ওই দুধ অনবরত কোন মানুষ খেলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এই উদ্ভিদ কোন মানুষের হাতে-পায়ে লাগলে চুলকিয়ে লাল হয়ে হাত পা ফুলে যায়। আক্রান্ত ব্যক্তির ঘন ঘন জ্বর অসহ্য মাথাব্যথা ও উচ্চ রক্তচাপ সহ হাঁপানিতে ভুগতে থাকে। এর প্রভাবে মানুষ মারাও যেতে পারে।
তাই এই সাইলেন্ট কিলার বা পার্থেনিয়াম থেকে সবাই সাবধান।