“গাছে গাছে ভরবো দেশ,আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ”এই স্লোগানকে সামনে রেখে গ্রামীণ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে চলতি বছরে বর্ষা মৌসুমে দেশব্যাপী ধারাবাহিকভাবে কয়েক কোটি ফলজ-বনজ-ওষুধী চারা রোপন করবে।
নাটোরের নলডাঙ্গা উপজেলা গ্রামীন ব্যাংক মাধনগর নাটোর শাখার উদ্যোগে, গ্রামীন ব্যাংক মাধনগর শাখা কার্যালয় চত্বরে নারী-পুরুষের মাঝে তের হাজারের অধিক বিভিন্ন বনজ ও ফলজ গাছ বিতরণ করা হয় এবং বিভিন্ন কেন্দ্র প্রধানদের মাঝে বৃক্ষ বিতরন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মাধনগর গ্রামীন ব্যাংকের শাখা ব্যবস্থাপক নাজমুল হুদা,
সেকেন্ড অফিসার ইমতিয়াজ মাসরুম,অফিসার আতাউর রহমান,অফিসার আনোয়ার হোসেন,সিঃকেন্দ্রঃব্যবস্থাপনা নুরুল ইসলাম,অফিসার নাজমা খাতুন,কেন্দ্র ব্যবস্থাপক মহব্বত হোসেন,মনির হোসেন, শাওন ইসলামসহ প্রমূখ। কর্মকতারা উপস্থিত সদস্যের হাতে একটি করে গাছের চারা তুলে দেন এবং সকল সদস্য সহ উপস্থিত সকলকে বেশি বেশি করে গাছের চারা লাগানোর আহবান জানান।