সৌদি আরবে এবার পবিত্র হজ পালন করতে গিয়ে ১ হাজার ৩ শত এক জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
জানা যায়, এ হজে বেশি মারা যায় মিশরীয় নাগরিক, তা ছাড়া বাংলাদেশ সহ অন্যান্য রাষ্ট্রের নাগরিকরা ও রয়েছে।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল বলেছেন, এবারের মৌসুমে মারা যাওয়া হজযাত্রীদের তিরাশি শতাংশই ছিলেন অনিবন্ধিত। তাঁরা পর্যাপ্ত আশ্রয় বা আরাম ছাড়াই সরাসরি কড়া রোদের মধ্যে দীর্ঘ পথ হেঁটেছিলেন।
সৌদি স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন বয়স্ক। তাঁদের অনেকে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
সমবেদনা জানিয়ে ফাহাদ আল-জালাজেল আরও বলেন, ‘আল্লাহ নিশ্চয়ই তাঁদের ক্ষমা করবেন। তাঁদের পরিবারের সদস্যদের প্রতি আমাদের গভীর সমবেদনা।’
হজে মারা যাওয়া ব্যক্তিদের মৃত্যু সনদ দেয়া হবে বলে জানান।