নোয়াখালীর চাটখিলের নোয়াখলা ইউনিয়নের প্রাণ কেন্দ্র গোডাউন বাজার হতে সিংবাহুড়া আপুত্রা মসজিদের পর “দোয়াগো পোল” নামক একটি ব্রিজ দিয়ে বালুবাহী ট্রাক যেতে চাইলে ব্রিজটি ভেংগে খালে পড়ে যায়। তবে এ ঘটনায় তেমন কেউ হতাহত হয়নি। মঙ্গলবার বিকালে অক্সফোর্ড প্রি ক্যাডেট স্কুল পার হয়ে গোডাউন যাওয়ার পথে আপুত্রা মসজিদের পূর্বে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, সম্ভব্য ১৯৮০ সনের দিকে এই রোডে দুইটি ব্রিজ নির্মাণ করা হয়েছিল। সে দুটি ব্রিজের অবস্থা বর্তমানে আশংখাজনক। এ দুটি ব্রিজের মধ্যে একটি হচ্ছে “দোয়াগো পুল” অন্যটি হলো মধ্য “সিংবাহুড়া কেন্দ্রীয় জামে মসজিদ ব্রিজ”। এই দুটি ব্রিজ দিয়ে কোন অটো রিক্সা অথবা সিএনজি গেলে ব্রিজ দুটি কাঁপতে থাকে। এটি সংস্কারের জন্য আমরা আগ থেকেই বলে যাচ্ছিলাম। তবে ট্রাকের চালক মো: মনির হোসেন (৩৫) ও সহকারী শুক্কুর আলী (২৫) সামান্য আঘাত পেয়েছেন। জানা যায়, ট্রাকের মালিক আলমগীর হোসেনের বাড়ি লক্ষীপুর জেলায়।
নোয়াখলা ইউনিয়ন চেয়ারম্যান হাজি মানিক বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় সিংবাহুড়া গালর্স স্কুল, ২টি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক ও কয়েকটি মাদরাসায় যাতায়েত বন্ধ হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয় সাংসদ এইচএম ইব্রাহিমকেও জানানো হয়েছে। তিনি উপজেলা ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছেন। তারা ঘটনাস্থলে এসে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। এছাড়াও মানুষ আপাতত যেন চলাচল করতে পারে সে জন্য এলাকাবাসীকে নিয়ে খুব দ্রুত বাশেঁর একটি সাঁকো তৈরি করে দিচ্ছি।
চাটখিল উপজেলা ইঞ্জিনিয়ার (এলজিইডি) রাহাত আমিন পাটোয়ারী জানান, বিষয়টি আমরা সরজমিনে গিয়ে দেখেছি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আসা করছি খুব তাড়াতাড়ি ব্রিজের নির্মাণ কাজ শুরু করতে পারবো। এর আগেও এই ব্রিজের বিষয়ে আমরা তথ্য পাঠিয়েছিলাম। বর্তমানে অর্থ বছরে জুনের শেষ আসা করছি এর একটি ব্যবস্থা হবে।