নরসিংদী বেলাবো উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন, এলাকা পরিবর্তন ও অন্যান্য কাজে সেবা প্রত্যাশীদের নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে নির্বাচন অফিস সোমা যাদবের বিরুদ্ধে।
সেবা নিতে আসা ভুক্তভোগীদের অভিযোগ, দিনের পর দিন ঘুরলেও কাজ না করে দিয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে অহেতুক হয়রানি করা হচ্ছে তাদের।ভুক্তভোগীরা জানান, নির্বাচন অফিসের কর্মকর্তাদের চাহিদা মতো প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিলেও তাদের কাজ সম্পাদন করে দিতে দিনের পর দিন ঘুরাচ্ছেন কর্মকর্তারা। শুধু তাই নয় স্মার্ট কার্ড নিতেও একজন ব্যক্তিকে ঘুরতে হচ্ছে একাধিক দিন যেটি দেয়ার কথা তৎক্ষণাৎ। জাতীয় পরিচয় পত্রের এসব গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে দেরি হওয়ায় অনেকেই চাকরিসহ বিভিন্ন জরুরী কাজ করতে না পেরে বিপাকে পড়েছেন।
উপজেলার নারায়নপুর ইউনিয়নের শান্তা বেগম অভিযোগ করে বলেন,জাতীয় পরিচয় পত্রের ছবি ও বায়োমেট্রিক দিতে আসলে আমাকে নানান ভাবে হয়রানি করে,এবং আমার আবেদনটি রেখে বাড়ি চলে যেতে বলে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কর্মকর্তা সোমা যাদব বলেন, এ ধরনের অভিযোগ মিথ্যা এবং বানোয়াট,
অনৈতিক সুবিধা না দেয়ায় এ ধরনের অভিযোগ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম বলেন,একাধিক অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন,যদি এমনটি হয়ে থাকে তহলে অব্যশই দুঃখ জনক।লোকজনকে হয়রানির করার কোনো সুযোগ নেই। জনগণকে নির্বাচন অফিসে হয়রানি করলে খোঁজ নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।