টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন পুন্ডুরা শেওড়া তলা থেকে শুক্রবার (৭জুন) বিকেল ৩টার দিকে রাহীম(১৪) নামের একটি ছেলে নিখোঁজ হয়েছে। তার পরনে ছিলো হালকা খয়েরী রঙের ফুল শার্ট ও কালো রঙের প্যান্ট।
তার পিতা শফিকুল ইসলাম জানান, বিকেল ৩টার দিকে সে বাড়ি হতে বেড় হয়ে এখন পর্যন্ত বাড়ী ফিরে আসে নাই।
আমরা রাহীমকে না পেয়ে সকল আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েওে কোনো সন্ধান পাওয়া যায়নি। ছেলের শোকে মা এবং পিতা শফিকুল ইসলাম বর্তমানে পাগল প্রায়।
রাহীম মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া বিকে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। কোনো সুহৃদয় ব্যক্তি তাহার সন্ধান পেলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো- ০১৭৩৬২০৬২৭১