সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় নেতৃত্ব অভিযোজন কর্ম পরিকল্পনা যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুন) শ্যামনগরের বুড়িগোলীনী ইউপির হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগীতায় বুড়িগোলীনী ইউপি এ কর্মশালার আয়োজন করেন।বুড়িগোলীনী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জমান সাঈদ, বেসরকারী উন্নয়ন সংস্থা সিডিও এর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান,সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম মাসুম বিল্লাহ, সামসে্র নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, ইসলামিক রিলিফ বাংলাদেশের ডেপুটি প্রগ্রাম অফিসার আনোয়ার হোসেন, সিনিয়ার এডভোকেসি এন্ড কমিউনিকেশন অফিসার খাদেমুর রাসেদ, ডিস্টিক ম্যানেজার সোহারাফ হোসেন,এসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার আসাফুর রহমান আসিফ ও বদরুজ্জামান,বুড়িগোলীনীর ফরেস্ট জামে মসজিদের ইমাম হাফেজ রেজাউল করীম, বুড়িগোয়ালীনী ইউপি সদস্য আজিজুল ইসলাম,রবিউল ইসলাম,ফতেমা খাতুন প্রমূখ।উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের কারনে জনজীবন ও কর্মজীবনের বিরূপ প্রভাব কে অভিযোজন করার লক্ষ্য এ কর্মশালায় আয়োজন করা হয়।
এসময় বুড়িগোয়ালীনী ইউপির বিভিন্ন গ্রামের ৫০ জন ব্যাক্তি উপস্থিত ছিলেন।